সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরাক, পুলিশের গুলিতে নিহত ৪

ইসলাম টাইমস ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইরাকের সরকার বিরোধী বিক্ষোভে ফের গুলি চালিয়েছে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত চারজনের প্রাণহানি ঘটেছে। তাছাড়া আহত হয়েছেন আরও বেশকিছু লোক।

হাসপাতাল সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার (২৫ জানুয়ারি) রাজধানী বাগদাদ ও আশপাশের শহরগুলোতে বিক্ষোভ চলাকালে গুলি ও রাবার বুলেট ছুড়ে পুলিশ।

এ দিকে চলমান বিক্ষোভের প্রভাবশালী নেতা মুকতাদা আল সদর এরই মধ্যে আন্দোলন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। মূলত এর পরপরই তার সমর্থকরা বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় বলে জানা গেছে।

যদিও হামলাকারীদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। এমনকি বিক্ষোভে অপরিচিত বন্দকুধারীদেরও দেখা গেছে।

উল্লেখ্য, গত কয়েক মাস যাবত চলা আন্দোলনে শতাধিক লোকের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।

পূর্ববর্তি সংবাদগোপীবাগে নির্বাচনী প্রচারণায় হামলা নিয়ে যা বললেন ইশরাক
পরবর্তি সংবাদপ্রিয়নবীর স্মৃতি বিজড়িত মসজিদে গামামা