মোদির ফ্যাসিবাদের বিরুদ্ধে লন্ডনে বিক্ষোভ করেছে ভারতীয়রা

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের কট্টর হিন্দুত্ববাদী মোদি সরকারর ফ্যাসিবাদী নীতির বিরুদ্ধে যুক্তরাজ্যে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। আজ রবিবার লন্ডনের রাস্তায় ভারতীয় বিভিন্ন সম্প্রদায়ের কয়েকশো লোক অংশ নিয়েছেন বিক্ষোভে।

 

পরে বিক্ষোভ নিয়ে আধাকিলোমিটার দূরে ভারতীয় হাইকমিশনের দিকে যান তারা। সেখানে দূতাবাসের দরজার সামনে বিশাল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে বলে খবরে জানা গেছে।

এ সময় তারা নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জি বাতিলের দাবি জানান। তারা বলেন, এই আইন ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানের সঙ্গে যায় না।

মুসলমানদের অধিকার হরণ ও জাতিগত নিধনের জন্যই আইনটি করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। র‌্যালিতে যোগ দেন এসওএএস ইন্ডিয়ান সোসাইটি, সাউথ এশিয়ান স্টুডেন্টস অ্যাগেনস্ট ফ্যাসিজমের সদস্যরা।

পূর্ববর্তি সংবাদভারতের এনআরসি ইস্যু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদ১০ মিনিটের ব্যবধানে আসামে পরপর চারটি বোমা বিস্ফোরণ