তুরস্কে ভূমিকম্প কবলিতদের সাহায্যে যাওয়া যাত্রীদের বাস ভাড়ায় ব্যাপক ছাড় দিল মালিকরা

ইসলাম টাইমস ডেস্ক: ৬.৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের উত্তর পশ্চিমের প্রদেশ এলাজিগে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির ঘটনা ঘটেছে। ভূমিকম্প কবলিত এলাকার মানুষদের জন্য ত্রাণ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এলাগজি প্রদেশে যাচ্ছেন তুরস্কের মানুষ। ত্রাণ নিয়ে যাওয়া মানুষদের জন্য বাসের ভাড়ায় ব্যাপক ছাড় দিয়েছে দেশটির বাস মালিক কর্তৃপক্ষ।

তুরস্ক থেকে ইসলাম টাইমসকে এ খবর জানিয়েছেন এরজিয়েস ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজের শিক্ষার্থী বাংলাদেশি প্রবাসী মাওলানা আহমদ আমীন।

মাওলানা আহমদ আমীন বলেন, তুরস্কের বিভিন্ন প্রদেশ থেকে ভূমিকম্প কবলিত এলাকায় যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন তাদের যাতায়াত ভাড়ায় ব্যাপক ছাড় দিয়েছেন দেশের বাস মালিক কর্তৃপক্ষ। তুর্কি মুদ্রা ৫০ লিরার ভাড়া কমিয়ে কোথাও ধার্য করা হয়েছে ৫ লিরা কোথাও নামেমাত্র ১ লিরা।

তুরস্কের বাস মালিকদের এমন পদক্ষেপের জন্য দেশব্যাপী তাদের প্রশংসা করা হচ্ছে বলেও জানানন তুরস্ক প্রবাসী এই বাংলাদেশি।

ভূমিকম্পে এলাজিগ প্রদেশে নিহতের সংখ্যা বেড়ে ৩১ এ দাঁড়িয়েছে।

এদিকে ভূমিকম্পে নিহতদের জানাযা দাফনে সরাসরি অংশ নিয়েছিলেন তুরস্কের প্রধানমন্ত্রী রজব তাইয়েব এরদোগান। জানাযা শেষে একজন নিহতের লাশ কাঁধে নিয়ে কবরস্থান পর্যন্ত যেতেও দেখা গেছে তাকে।

পূর্ববর্তি সংবাদনারায়ণগঞ্জে হাজী সাইজউদ্দীন মাদরাসায় জাতীয় হিফযুল হাদীস প্রতিযোগিতা অনুষ্ঠিত
পরবর্তি সংবাদজুমাদাল উখরা মাসের চাঁদ দেখা গিয়েছে, কাল থেকে নতুন মাস শুরু