বিএসএফের গুলিতে নিহতদের স্মরণে ঢাবিতে গায়েবানা জানাজা আদায়

ইসলাম টাইমস ডেস্ক: বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী নাগরিকদের স্মরণে গায়েবানা জানাজা আদায় করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই গায়েবানা জানাজা সম্পন্ন হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় শতাধিক নাগরিক অংশগ্রহণ করেন।

‘বাংলাদেশের নাগরিকগণ’র ব্যানারে জানাজা কর্মসূচির পূর্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নওগাঁর পোরশা সীমান্তে বিএসএফের ছোঁড়া গুলিতে তিন বাংলাদেশী নিহত হওয়ার ঘটনায় এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় বক্তারা স্বাধীনতাপরবর্তী সময়ে সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ কর্তৃক খুনের প্রতিবাদ জানান। পাশাপাশি তারা সীমান্তে খুনের পেছনে দেশের সরকারের অবহেলাকে দায়ী করেন।

পূর্ববর্তি সংবাদভূমিকম্পে নিহতদের লাশ কাঁধে করে কবরস্থানে নিয়ে গেলেন এরদোগান
পরবর্তি সংবাদচার মাসের জন্য মসজিদে আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হল খতিব শায়খ ইকরিমা ওপর