যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভে উত্তাল বাগদাদ

ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভে উত্তাল ইরাকের রাজধানী বাগদাদ। আজ শুক্রবার সকাল থেকে দেশটির প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আস-সাদরের ডাকা ‘মিলিয়ন-ম্যান মার্চ’ নামে এই বিক্ষোভে এখন কাঁপছে গোটা বাগদাদ। খবর এএফপির।

শুক্রবার সকাল থেকেই রাজধানী বাগদাদের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভে যোগ দিতে থাকেন লাখ লাখ ইরাকি। কয়েক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রবিরোধী এত বড় বিক্ষোভ আর দেখা যায়নি বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করছে।

রাজধানীর বাইরের বিভিন্ন প্রদেশ থেকেও এই কর্মসূচিতে যোগ দিতে থাকেন শিয়া, সুন্নি, কুর্দি ও আরব- নির্বিশেষে সব গোত্র-সম্প্রদায়ের ইরাকিরা।

সম্প্রতি ইরাকে যুক্তরাষ্ট্রের অবৈধ সামরিক কর্মকাণ্ডের প্রতিবাদে এই বিক্ষোভ ডেকেছেন মুক্তাদা আস-সাদর।

পূর্ববর্তি সংবাদজনগণকে ভোটকেন্দ্র পাহারা দেয়ার আহ্বান জানালেন আমীর খসরু
পরবর্তি সংবাদঅমর বালাকোট-সংগ্রামী : নোয়াখালীর মাওলানা গাজী ইমামুদ্দীন বাঙ্গালী রাহ.