ভারতে সিএএ বিরোধিতায় হিন্দু শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় হচ্ছে উর্দু ভাষা

ইসলাম টাইমস ডেস্ক: ভারতে সম্প্রতি পাশ হওয়া মুসলিম বিরোধী বিতর্কিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে এবার অভিনব পদ্ধতি অনুসরণ করল দেশটির হিন্দু শিক্ষার্থীরা।

উত্তরপ্রদেশে সিএএবিরোধী অনেক হিন্দু আন্দোলনকারী প্রতিবাদের নতুন ধরণ হিসেবে উর্দু ভাষা শিক্ষাকে বেছে নিয়েছে। উত্তরপ্রদেশের ওয়াজিরগঞ্জ জেলার গুলশানে বাগদাদ মাদরাসায় উর্দু ভাষা শিখতে ভিড় করছে হিন্দু শিক্ষার্থীরা। সে মাদরাসায় মুসলিম শিক্ষার্থীদেরও সংস্কৃত ভাষা শেখানো হচ্ছে।

গুলশানে বাগদাদ মাদরাসায় ২৩০ জন হিন্দু শিক্ষার্থী উর্দু ভাষা শিখছে এবং ৫০ জন মুসলিম শিক্ষার্থী শিখছে সংস্কৃত ভাষা।

গুলশানে বাগদাদ মাদরাসা ছাড়া আরও একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দু শিক্ষার্থীরা নিয়মিত উর্দু ভাষা শিখছে। তারা এটাকে সিএএ বিরোধী প্রতিবাদের অংশ হিসেবে দেখছে।

গুলশানে বাগদাদ মাদরাসার প্রিন্সিপাল কারী মুহাম্মাদ রশীদ বলেন, লক্ষ্য করে দেখা যাচ্ছে হিন্দু শিক্ষার্থীদের মধ্যে মুসলিম মনীষীদের ব্যাপারে জানার আগ্রহও তৈরি হয়েছে।

‘আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, আমাদের প্রতিষ্ঠানে উর্দু শিখতে আসা হিন্দুরা যেন ইসলামের সাম্য ও ইনসাফের ব্যাপারে প্রকৃত ধারণা পায়। তবে তাদের কাউকে ধর্মীয় ব্যাপারে কোনো প্রকার জোর করা হচ্ছে না’। সূত্র: উম্মিদ ডট কম 

 

পূর্ববর্তি সংবাদবিএনপি একটি ব্যর্থ রাজনৈতিক দল : ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদ‘খালেদা জিয়া ভালো নেই’, মুক্তির জন্য বিশেষ আবেদনের কথা ভাবছে পরিবার