‘বাউল ঐতিহ্য’ প্রশ্নবিদ্ধ না করতে সতর্ক থাকার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: একজন বাউল শিল্পীর বিরুদ্ধে তার নিজস্ব অপরাধের কারণে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে জানিয়ে প্রধানমন্ত্রী  শেখ হাসিনা বলেন, বাউল ঐতিহ্য যেন প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

আজ বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আইসিটি মামলায় টাঙ্গাইলের বাউল শরিয়ত বয়াতীর গ্রেপ্তারের বিষয়ে জাসদের সভাপতি হাসানুল হক ইনুর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, একজন বাউল শিল্পীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে বাউল গানের তো কোনো দোষ নেই। বাউল গানে সম্পৃক্ত কেউ যদি কোনো অপরাধে সম্পৃক্ত হন- তাহলেও আইন তার নিজস্ব গতিতে চলবে। আইন অনুযায়ী অপরাধের বিচার হবে।

প্রধানমন্ত্রী আরো বলেন, প্রশ্নকর্তা কী এমন কোনো গ্যারান্টি দিতে পারবেন- বাউল গান করছেন বলেই ওই শিল্পী কোনো অপরাধে জড়িত নন। নিশ্চয়ই তিনি এমন কোনো অপরাধ করেছেন, যার জন্য তার বিরুদ্ধে এমন আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন সরকার বাউল গানকে বিশ্ব ঐতিহ্য করার জন্য উদ্যোগ নিচ্ছে। তাই অনুরোধ করবো, বাউল গানে সম্পৃক্তরা যেন এমন কোনো কাজ না করেন, যাতে বিশ্ব ঐতিহ্য বাউল গান প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।

পূর্ববর্তি সংবাদঢাকা উত্তরের বিএনপি কাউন্সিলর প্রার্থীর ওপর হামলা
পরবর্তি সংবাদহঠাৎ করেই চালের দাম বেড়ে গিয়েছে বস্তাপ্রতি ২০০ থেকে ৫০০ টাকা