‘ইভিএমের মাধ্যমে যে ‘ভোট ডাকাতি’ হয়, চট্টগ্রাম উপনির্বাচনে তা আবারও প্রমাণিত হয়েছে’

ইসলাম টাইমস ডেস্ক: ‘ইভিএমের মাধ্যমে যে ‘ভোট ডাকাতি’ হয়, চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে তা আবারও প্রমাণিত হয়েছে’। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ বলেছেন এ কথা। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, চট্টগ্রামে কেন্দ্র দখল করে ইভিএমের পাসওয়ার্ড নেওয়া হয়েছে। এরপর ব্যালট ইউনিটে তারা ভোট দিয়েছে। আমরা বলেছি ভোট বাতিল করে ব্যালটে ভোটের ব্যবস্থা করুন। ইভিএমের ভোটে জালিয়াতি হলেও চ্যালেঞ্জের কোনো সুযোগ নেই।

তিনি বলেন, ভারতের চেয়ে ১১ গুণ টাকায় ইভিএম মেশিন কেনা হয়েছে। কিন্তু সেখানে অডিট ট্রেইল ও পেপার ট্রেইল নেই। ভারতের মেশিনে তা আছে। পাঁচ-ছয়টি দেশে ইভিএম ব্যবহার হচ্ছে। সেখানে কমিশন বা সরকার নিয়ে প্রশ্নবিদ্ধ নয়। কিন্তু বাংলাদেশের কমিশন এবং সরকার প্রশ্নবিদ্ধ।

পূর্ববর্তি সংবাদবিদেশ পালিয়ে যাওয়া প্রশান্ত হালদারের ব্যাংকে মিললো ১৬৩৫ কোটি টাকা
পরবর্তি সংবাদবনানীতে বাসের ধাক্কায় নিহত ১