আগামীকাল ভাঙ্গা হবে হাতিরঝিলের বিজিএমইএ ভবন

ইসলাম টাইমস ডেস্ক: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন জানিয়েছেন আগামীকাল ভাঙ্গা হবে বহুল আলোচিত বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদক ও রফতানিকারকদের সংগঠনের (বিজিএমইএ) ভবন। আজ মঙ্গলবার সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন তিনি।

তিনি জানান, বুধবার সকাল ১০টায় ভবনটি ভাঙার কার্যক্রম উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

সর্বোচ্চ আদালতের রায়ের পর এই ভবন থেকে যাবতীয় কার্যক্রম এবছরের শুরুতে ঢাকার উত্তরায় নতুন ভবনে সরিয়ে নিয়েছিল বিজিএমইএ।

১৯৯৮ সালে সরকারের কাছ থেকে জমি পেয়ে কারওয়ান বাজারের হাতিরঝিলে ভবন গড়ে তুলেছিল বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ।

 

বিজিএমইএ ভবনটিকে সৌন্দর্যমণ্ডিত হাতিরঝিলের ‘ক্যান্সার’ আখ্যায়িত করেছিল হাইকোর্ট। রায়ে বলা হয়েছিল, ‘একটি গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে বিজিএমইএর আইনের প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হওয়া বাঞ্ছনীয় ছিল। তারা তা না করে আইনকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে।’

পূর্ববর্তি সংবাদচট্টগ্রামের উপনির্বাচনে মৃতের নামে ভোট পড়েছে কি না খতিয়ে দেখা হবে: ইসি সচিব
পরবর্তি সংবাদবিএনপির আন্দোলনেও ভাটা, নির্বাচনেও ভাটা : ওবাইদুল কাদের