দিল্লিতে সরকারি অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

আগুনে পুড়ছে দিল্লির সরকারি অফিস (ছবি : এনডিটিভি)

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির এক সরকারি অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে দমকল বাহিনীর ১০ ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

গণমাধ্যম এনডিটিভি জানায়, সোমবার (২০ জানুয়ারি) সকালে দিল্লির পরিবহণ দপ্তরে অগ্নিকাণ্ডটি ঘটে। আগুন দ্রুত চারদিক ছড়িয়ে পড়ায় কর্মীরা তড়িঘড়ি করে অফিস খালি করেন।

দপ্তরের একজন কর্মকর্তা বলেন, সপ্তাহের প্রথম দিনে অফিসে যোগ দেন কর্মীরা, ঠিক তখনই অগ্নিকাণ্ডের খবরে দিল্লির সিভিল লাইন এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

দমকল বাহিনীর কর্মকর্তারা জানান, স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ দিল্লির পরিবহণ দপ্তর এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তাছাড়া দুর্ঘটনায় হতাহত এবং ক্ষয়ক্ষতির খবরও এখন পর্যন্ত জানানো হয়নি।

পূর্ববর্তি সংবাদথানায় আসামীর মৃত্যু, ওসির ফাঁসির দাবিতে উত্তাল এফডিসি
পরবর্তি সংবাদহজ্ব-ওমরা নিয়ে কটূক্তি, আবুল বাশারকে গ্রেপ্তারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন