আজ দেশের কয়েক জেলায় গুঁড়ি বৃষ্টি হতে পারে

ইসলাম টাইমস ডেস্ক : টানা তিন দিন সকাল থেকে দুপুর পর্যন্ত রোদ ছিল।  তাই অনেকে ভেবেছিলেন, শীত  বিদায় নিয়েছে। কিন্তু এরই মধ্যে আবারও তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার সারা দেশের কয়েকটি জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী মঙ্গলবার থেকে দেশের কয়েকটি স্থানে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, রোদের কারণে দিনের বেলা তাপ বেড়ে গিয়ে যে অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছিল, তা কিছুটা হলেও কমতে পারে আজ। আকাশে মেঘ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পাশাপাশি তাপমাত্রাও কমতে পারে। তবে গত এক সপ্তাহ আগে যে তীব্র শীত শুরু হয়েছিল, তা আপাতত অনুভূত হওয়ার সম্ভাবনা কম।

 

পূর্ববর্তি সংবাদসিটি নির্বাচন : ১ ফেব্রুয়ারি ছুটি চেয়ে ইসির চিঠি
পরবর্তি সংবাদকয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধের ঘোষণা জার্মানির