সমাজ ও রাষ্ট্রে এখন জবাবদিহির ভীষণ অভাব : সিরাজুল ইসলাম চৌধুরী

ইসলাম টাইমস ডেস্ক: ‘সমাজ ও রাষ্ট্রে এখন জবাবদিহির ভীষণ অভাব। জবাবদিহির চর্চা করতে হবে। জবাবদিহি আজকে খুব জরুরি’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন এসব কথা।

আজ রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমাজে ক্রমাগত বিচ্ছিন্নতা বাড়ছে উল্লেখ করে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা যত উন্নত হচ্ছি, তত একে অপর থেকে বিচ্ছিন্ন হচ্ছি৷ এই বিচ্ছিন্নতা দূর করার ক্ষেত্র হচ্ছে এই ধরনের সামাজিক অনুষ্ঠান৷’

সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘সামাজিকতা ও জবাবদিহি—দুটোর চর্চাই আমাদের করতে হবে৷ উন্নতি সম্পর্কেও আমাদের সচেতন হতে হবে। ভাবতে হবে কোন ধরনের উন্নতি হচ্ছে৷’

পূর্ববর্তি সংবাদমক্কায় তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ছাতা, একেকটির নিচে দাঁড়াতে পারবে ২৫০০ মানুষ
পরবর্তি সংবাদআনন্দবাজার-এর প্রতিবেদন: সিএএ নিয়ে ক্ষোভ গোপন রাখলেন না শেখ হাসিনা