বাংলাদেশের পানিসীমায় ২৬ ভারতীয় জেলে আটক

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশের পানিসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ২৬ ভারতীয় জেলেকে আটক করেছেন নৌবাহিনীর সদস্যরা। এ সময় জেলেদের কাছ থেকে ‘এফবি শঙ্ক প্রদীপ’ এবং ‘এফবি মা মঙ্গল’ নামে দুটি অত্যাধুনিক মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।

আটক জেলেদের শনিবার সন্ধ্যায় বাগেরহাটের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বাড়ি ভারতের দক্ষিণ ২৪ পরগণা জেলায়।

মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘নৌবাহিনীর সদস্যরা বাংলাদেশের পানিসীমায় নিয়মিত টহল দেয়ার সময় বৃহস্পতিবার বিকালে মোংলাবন্দর থেকে প্রায় ৯০ নটিক্যাল মাইল দূরে ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে দুটি ট্রলারসহ ২৬ ভারতীয় নাগরিককে আটক করেন। তারা বাংলাদেশের পানিসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরছিলেন।’

এ ব্যাপারে নৌবাহিনীর পক্ষ থেকে থানায় দুটি মামলা করা হয়েছে বলেও তিনি জানান।

পূর্ববর্তি সংবাদসংশোধিত নাগরিকত্ব আইন ভারতের অভ্যন্তরীণ বিষয়: প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদযুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে চারজনের প্রাণহানি