নির্বাচন কমিশন একেবারেই ব্যর্থ-অযোগ্য: মির্জা ফখরুল

ইসলাম টাইমস ডেস্ক: নির্বাচন কমিশন (ইসি) একেবারেই ব্যর্থ-অযোগ্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের রায় কখনো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে প্রকাশিত হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আজ রোববার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৫তম জন্মদিন উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

নির্বাচনের তারিখ পরিবর্তন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশন যে ব্যর্থ, অযোগ্য, তারা যে নির্বাচন পরিচালনা করার ক্ষমতা রাখেন না, তার প্রমাণ হলো তারা এমন একটা দিনে নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে, সেদিন হিন্দু সম্প্রদায়ের একটি বড় পূজা ছিল।

তিনি বলেন, সবচেয়ে বড় সমস্যা হলো যেখানে এই পূজাগুলো হয়, ঠিক সেখানেই নির্বাচনের কেন্দ্রগুলো। ফলে সেখানে অবশ্য একটা সমস্যা তৈরি হয়। এটা নির্বাচন কমিশনের অযোগ্যতার কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে।’

জাতীয় নির্বাচনে ৩০ তারিখের ভোট ২৯ তারিখ রাতে ডাকাতি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এই সিটি নির্বাচনেও একটি দলই প্রাধান্য পাচ্ছে। এখানে একটি অযোগ্য নির্বাচন কমিশন রয়েছে। তারা কোনো রকম ব্যবস্থা নিতে সক্ষম নয়।

তাদের সেই যোগ্যতা নেই। তারা যে ইভিএমের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করতে যাচ্ছে, সেটি আরকেকটি অপকৌশল বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার। এতে জনগণের রায় কখনো ইভিএমের মাধ্যমে প্রকাশিত হবে না।’

বহুদলীয় গণতন্ত্রে সব দলের সমান সুযোগ আছে কি না-এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে গণতন্ত্রের সমস্ত পরিসরগুলোকে সংকুচিত করে ফেলছে। স্পেসগুলোকে বন্ধ করে দিয়েছে। রাজনৈতিক দলগুলোর সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়েছে।’

পূর্ববর্তি সংবাদকলকাতায় বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট
পরবর্তি সংবাদমৌলভীবাজারের চা বাগানে স্ত্রী-শাশুড়িসহ ৪ জনকে খুন করে আত্মহত্যা