কলকাতায় বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে দমকল বাহিনীর পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। খবর আনন্দবাজার পত্রিকা-র।

জানা যায, আজ রবিবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টায় শহরের কাঁকুড়গাছি মোড়ের বহুতল বাণিজ্যিক কমপ্লেক্সটির দোতলায় অগ্নিকাণ্ড ঘটে। মূলত শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা আগুন লাগার খবর দিলে দ্রুত ঘটনাস্থলে ফুলবাগান থানার পুলিশ ও দমকল বাহিনীর পাঁচটি ইঞ্জিন উপস্থিত হয়। তারা এখনো আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ফুলবাগান পুলিশ বলছে, আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখতে তদন্তকাজ শুরু হবে।

জানা গেছে, কাঁকুড়গাছি মোড়ের যে বহুতল ভবনের দোতলায় আগুন লেগেছে, সেখানে একটি জিম সেন্টার ছিল। দুর্ঘটনার সময় অনেকেই সেই জিমের ভিতরে অবস্থান করছিলেন।

তবে দ্রুত সকলে নিচে নেমে আসায় বড় ধরনের বিপদ এড়ানো গেছে বলে জানিয়েছেন উপস্থিত পুলিশ কর্মকর্তারা।

পূর্ববর্তি সংবাদযুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে চারজনের প্রাণহানি
পরবর্তি সংবাদনির্বাচন কমিশন একেবারেই ব্যর্থ-অযোগ্য: মির্জা ফখরুল