যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত তালেবান

ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে পারলে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর করবে তালেবান। বর্তমানে কাতারের দোহায় মার্কিন মধ্যস্থতাকারীদের সঙ্গে তালেবানের আলোচনা চলছে। সেখানে নিজেদের শর্ত পূরণ হলে যুদ্ধবিরতিতে যাবে আফগানিস্তানের সংগঠনটি। খবর রয়টার্স-র।

জানা যায়, মার্কিন বাহিনীর সঙ্গে ১০ দিনের যুদ্ধবিরতিতে যেতে সম্মত হয়েছে তালেবান। এ সময় আফগানিস্তানের সরকারি বাহিনীর ওপরও সহিংসতা কমিয়ে আনবে তারা। এমনকি আফগান সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায়ও বসবে। এ সবকিছুই হবে যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে পারে তালেবানরা।

যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে কোনো চুক্তি হলে অঞ্চলটিতে দীর্ঘস্থায়ী কোনো সমাধানের পথ খুলবে বলে আশা করা হচ্ছে। দোহায় তালেবানের অফিসের এক মুখপাত্র বলেন, বুধবার ও বৃহস্পতিবার শান্তিচুক্তি বিষয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যস্থতাকারী দল।

শুক্রবার সুহাইল শাহীন নামের ওই মুখপাত্র এক টুইটার পোস্টে জানান, দুই পক্ষের মধ্যে আলোচনা ‘কার্যকর’ হয়েছে। এই আলোচনা আরও কয়েকদিন চলবে।

পূর্ববর্তি সংবাদএবার দেশব্যাপী অবরোধের ডাক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের
পরবর্তি সংবাদনির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে টালবাহানা করছে বিএনপি: ওবায়দুল কাদের