ঈমান-তাওহিদ মুসলিম অস্তিত্বের ভিত্তিমূল: আল্লামা বাবুনগরী

ইসলাম টাইমস ডেস্ক: আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম হাটহাজারীর সহকারী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, ‘ঈমান ও তাওহিদ মুসলিম অস্তিত্বের ভিত্তিমূল। তাওহিদের জন্য নিবেদিত আমাদের জীবন ও মরণ। তাওহিদের প্রতি আহ্বান ও শিরক থেকে সাবধান’ এই কর্মসূচিতে বিশ্ব মুসলিম এক ও অভিন্ন।’

গতকাল (১৭ জানুয়ারি) শুক্রবার আননূর কালচারাল সেন্টার প্রকাশিত আল্লামা বাবুনগরী রচিত আরবি বই ‘তাওহিদ ও শিরক’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনায় তিনি এসব কথা বলেন।

ঢাকার মাতুয়াইলে আলনূর এডুকেশন কমপ্লেক্সে অনুষ্ঠিত আলোচনায় সভাপতিত্ব করেন আলনূর কালচারাল সেন্টার বাংলাদেশ শাখার নির্বাহী পরিচালক মুফতি সালমান। আর মুখ্য আলোচক ছিলেন মাওলানা ইউসুফ নূর।

আরো উপস্হিত ছিলেন উত্তরা দারুল ইরফান পরিচালক মাওলানা রাকিবুর রহমান, মাদ্রাসাতুল মাআরিফ ঢাকার ভারপ্রাপ্ত মুদির মাওলানা খালেদ সাইফুল্লাহ, দ্বীনিয়াত বাংলাদেশের সহকারী পরিচালক মাওলানা আবু আদনান নোমান কাসেমী প্রমুখ।

পূর্ববর্তি সংবাদদশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, এএসআইকে গ্রামবাসীর গণপিটুনি
পরবর্তি সংবাদবাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রের চেয়ে কম: পররাষ্ট্রমন্ত্রী