সোমালিয়ায় তুর্কি ইঞ্জিনিয়ারদের লক্ষ্য করে গাড়ি বোমা হামলা, ১১ জন আহত

ইসলাম টাইমস ডেস্ক: সোমালিয়ায় বসবাসরত তুরস্কের কয়েকজন ইঞ্জিনিয়ারকে লক্ষ্য করে গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১১ জন মারাত্মকভাবে আহত হয়েছে।

সোমালিয়ার রাজধানী মোগাদিসা থেকে ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমের এক শহরে আজ শনিবার এ হামলার ঘটনা ঘটে। দেশটির পুলিশ আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

পুলিশ অফিসার নুরুল আলি জানিয়েছে, তুরস্কের ইঞ্জিনিয়াররা রাস্তা নির্মাণের কাজে সোমালিয়ায় অবস্থান করছিল। আজ শনিবার একটি বিশেষ কাজে রাজধানী থেকে কাছের একটি শহরে যাওয়ার পথে তাদের ওপর হামলা করা হয়। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ দায় স্বীকার করেনি।

এদিকে তুর্কি রাষ্ট্রদূতের পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের মাধ্যমে সঠিক বিচারের আহ্বান জানানো হয়। সূত্র: ডেইলি সাবাহ

পূর্ববর্তি সংবাদবাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রের চেয়ে কম: পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদজরুরি বৈঠকে ইসি, ভোটের তারিখ নিয়ে আসতে পারে নতুন সিদ্ধান্ত