বড় দুই দলের প্রার্থীসহ অনেকের সিটি নির্বাচন পেছানোর দাবি

ইসলাম টাইমস ডেস্ক: ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। তবে এ দিনে হিন্দু ধর্মাবলম্বীদের  সরস্বতি পূজা থাকায় নির্বাচনের তারিখ পেছানো নিয়ে ঢাবির সংখ্যালঘু ছাত্ররা শুরু করেছে আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ, শাহবাগে অবস্থানের পর আন্দোলনকারী ছাত্ররা এখন আছে অনশনে।

এ প্রেক্ষিতে দেশের বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপিসহ অন্য দলগুলোর একাধিক প্রার্থীও সিটি নির্বাচনের তারিখ পেছানোর দাবি জানিয়েছেন। অনশনকারী ছাত্রদের দেখতে গিয়ে নির্বাচনের তারিখ বদলের দাবি জানিয়েছেন ঢাবি ভিসি আক্তারুজ্জামানও।

অপরদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের একাধিক মন্ত্রী বলছেন, নির্বাচনের তারিখ নির্ধারণ সম্পূর্ণ ইসির এখতিয়ারে। এখানে সরকারের কোনো হাত নেই। সরকারি দলের সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এক বক্তব্যে বলেছেন, নির্বাচনের তারিখ পরিবর্তন করলে সরকারি দলের কোনো আপত্তি থাকবে না।

এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত তারিখ পেছানো বিষয়ে কিছু জানানো হয়নি।

পূর্ববর্তি সংবাদপ্রধান নির্বাচন কমিশনার নিয়োগ: শাহবাজ শরীফকে ইমরানের চিঠি
পরবর্তি সংবাদবাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যাওয়ার পর অস্বীকার করছে বিএসএফ