বেতনের দাবিতে শ্যামলীতে পোশাক শ্রমিকদের অবস্থান ধর্মঘট

ইসলাম টাইমস ডেস্ক: বেতন-ভাতার দাবিতে রাজধানীর শ্যামলীতে সড়ক অবরোধ করে অবস্থান ধর্মঘট করছেন পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে এ বিক্ষোভ শুরু করেন তারা।

তেজগাঁও বিভাগের উপকমিশনার বিজয় কুমার তালুকদার বলেন, শ্যামলীর ডায়নামিক ফ্যাশন লিমিডেট নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে শ্যামলী-আদাবর সড়ক অবরোধ করে রেখেছেন।

ফলে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আমরা তাদের বুঝিয়ে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছি।

পূর্ববর্তি সংবাদবগি উদ্ধার, ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
পরবর্তি সংবাদকাশ্মীরে হিন্দুদের অংশে ইন্টারনেট থাকলেও নেই মুসলিমদের অংশে