নির্বাচিত হলে নগরবাসী যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন : তাপস

ইসলাম টাইমস ডেস্ক: চব্বিশ ঘন্টা খোলা থাকবে ঢাকা দক্ষিণের নগর ভবন। নগরবাসী যেকোনো সময় যেকোনো প্রয়োজনে সরাসরি মেয়রের সাথে কথা বলতে পারবেন। নির্বাচনী প্রচারণায় এমনই আশ্বাস বাণী শুনিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি নগরবাসীর জন্য ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করে সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়ার প্রতিশ্রুতিও দেন।

বৃহস্পতিবার আজিমপুর-নিউমার্কেট এলাকার বিজিবি ৩ নম্বর গেটের সামনে থেকে নির্বাচনী প্রচার শুরুর আগে ফজলে নূর তাপস বলেন, আমি নির্বাচিত হলে মেয়র হিসেবে নয় একজন সেবক হিসেবে ঢাকাবাসীর জন্য কাজ করে যাব। সেখানে একজন সেবক হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২৪ ঘণ্টা ঢাকাবাসীর সেবা করবে। ঢাকাবাসী আমাকে তাদের কাছে ২৪ ঘণ্টাই পাবে।

তাপস আরও বলেন,  আমাদের হেল্পলাইন আমরা চালু করব, যাতে ঢাকাবাসীর যেকোনো সমস্যা যে কোনো অভিযোগ দিতে পারে। হেল্পলাইনের মাধ্যমে সমস্যা সমাধান না হলে তারা সরাসরি মেয়রকে ফোন করতে পারবে। মেয়র সেই বিষয়ে সাথে সাথে সমাধান দেবে। এভাবে আমরা আমাদের সেবাকে সার্বক্ষণিক ঢাকাবাসীর দোরগোড়ায় পৌঁছাব।

পূর্ববর্তি সংবাদএসএসসি পরীক্ষায় নকল রোধ করতে এক মাস কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ
পরবর্তি সংবাদমেক্সিকোতে শিশু ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে প্রকাশ্যে পুড়িয়ে মারল গ্রামবাসী