আন্তর্জাতিক আদালতে ট্রাম্পের বিচার চাইল ইরান

ইসলাম টাইমস ডেস্ক :  মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে হামলাকারী বলে চিহ্নিত করার পরেই নতুন কূটনৈতিক পদক্ষেপ নিল ইরান। আন্তর্জাতিক আদালতে ট্রাম্পের বিচার হোক বলেই দাবি করলেন ইরানের বিচার বিভাগের প্রধান। ইরানের বিচার বিভাগীয় প্রধান আয়াতুল্লাহ সাইয়েদ ইব্রাহিম রায়িসি বলেছেন, আন্তর্জাতিক আদালতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার চাই।

এই ঘটনায় ফের যুক্তরাষ্ট্রে শোরগোল পড়ে গেছে। কারণ সম্প্রতি এমন কোনও দুঃসাহসিক দাবি কোনও দেশই দেখায়নি। ইরানের দাবি, গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ বিমান বন্দরে হামলা চালায় মার্কিন বিমান। এতে মারা যান কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি। এর জেরে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে তীব্র সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে। হামলার জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরাকের মার্কিন ঘাঁটিতে। পরপর ইরানি হামলা হয়েছে।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিশ্ব তেল অর্থনীতি বিপর্যস্ত হয়েছে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আপাতত যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। ইরানের দাবি, সেনা কর্তা সোলাইমানি ইরাক সরকারের আমন্ত্রণে বাগদাদে গিয়েছিলেন। সেখানেই তাকে বিমান থেকে হামলা চালিয়ে হত্যা করা হয়। এই হামলার কথা স্বীকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই প্রসঙ্গে ইরানের বিচার বিভাগীয় প্রধানের বক্তব্য, সোলাইমানিকে হত্যার মাধ্যমে যুক্তরাষ্ট্র সুস্পষ্টভাবে আন্তর্জাতিক আইন ও নীতিমালা লঙ্ঘন করেছে। তাই এর আন্তর্জাতিক বিচার হোক।

পূর্ববর্তি সংবাদ২৪ বছর পর দেশে ফিরে সড়কে প্রাণ হারালেন প্রবাসী
পরবর্তি সংবাদ“নানাজীর পর নানুজানই ছিলেন পুরো শায়েখ-পরিবারের বড় আশ্রয়”