শীতার্ত মানুষদের সেবায় কানাডার মসজিদে অন্যরকম আয়োজন

ইসলাম টাইমস ডেস্ক: শীতার্ত আশ্রয়হীন মানুষদের রাত যাপনের জন্য মসজিদের দরজা খুলে দিয়েছে কানাডার মুসলিমরা। কানাডার অ্যাডমন্টনে অবস্থিত আর রাশিদ মসজিদ কর্তৃপক্ষ এই মানবিক কর্মসূচি গ্রহণ করেছে। আর রাশিদ কানাডার সর্বপ্রাচীন মসজিদ।

মসজিদ কর্তৃপক্ষ বলছে, তাপমাত্রা অতিরিক্ত নেমে যাওয়া এবং শীতের তীব্রতা বাড়ায় তারা আশ্রয়হীন মানুষের পাশে দাঁড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে। রাত যাপনের পাশাপাশি তাদের প্রয়োজনীয় খাবার ও পানীয় সরবরাহ করা হবে। দাতব্য সংস্থা দ্য মুসতার্দ সিডের সঙ্গে যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করবে আর রাশিদ মসজিদ।

মসজিদের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘তাপমাত্রার উন্নতি হওয়ার আগ পর্যন্ত অ্যাডমন্টনের আশ্রয়হীন মানুষের জন্য আর রাশিদ মসজিদের দরজা খোলা থাকবে। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে সকাল ৮টা পর্যন্ত তারা মসজিদে অবস্থান করতে পারবে। অতিথিদের জন্য আশ্রয়, খাবার ও নিত্যপ্রয়োজনীয় সেবা প্রদান করা হবে। তাদের সহযোগিতার জন্য সারা রাত স্বেচ্ছাসেবীরা মসজিদে অবস্থান করবে।’

সম্প্রতি অ্যাডমন্টনের তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি থেকে ৫৫ ডিগ্রি পর্যন্ত উঠানামা করছে। ফলে আশ্রয়হীন শীতার্ত মানুষের পক্ষে বাইরে অবস্থান করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

মসজিদ কর্তৃপক্ষ সাধারণ মানুষের উদ্দেশে বলেছে, ‘আমরা মসজিদের আশপাশের এলাকার সবার প্রতি অনুরোধ করছি যেন তাঁরা আশ্রয়হীন মানুষকে মসজিদে পৌঁছে দেন অথবা ২১১ হেল্পলাইনে ফোন দিয়ে আমাদের অবগত করেন যেন আমরা অসহায় মানুষের সেবা করতে পারি।’

দ্য মুসতার্দ সিডের সহযোগিতা বিষয়ে বলা হয়েছে, ‘সংস্থাটি আমাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং বিশেষ সহযোগিতা করছে। আশ্রয়হীন মানুষের জন্য যথাযথ ও নিরাপদ সহযোগিতা ও সেবা প্রদানের ওপর তারা প্রশিক্ষণ দিচ্ছে।’

উল্লেখ্য, পশ্চিমা বিশ্বের দেশগুলোয় শীতকালে মসজিদে আশ্রয়হীন শীতার্ত মানুষকে আশ্রয় দেওয়ার রীতি রয়েছে, যা এক দশক ধরে জনপ্রিয় হয়ে উঠছে।

পূর্ববর্তি সংবাদত্রিশালে বাস-ট্রাক সংঘর্ষে হেলপার নিহত, আহত আরো ১০
পরবর্তি সংবাদনারায়ণগঞ্জে স্কুলছাত্রীকে গণধর্ষণ, আজীবন বহিষ্কার ছাত্রলীগ নেতা