ঘোড়াশালে চার শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করল রেলওয়ে কর্তৃপক্ষ

ইসলাম টাইমস ডেস্ক: নরসিংদীর ঘোড়াশাল এলাকায় অভিযান চালিয়ে রেলওয়ের জায়গায় গড়ে ওঠা প্রায় চার শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

দুই দিনব্যাপী উচ্ছেদ অভিযানে আজ বুধবার প্রথম দিনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে এই উচ্ছেদ অভিযান।

অভিযান পরিচালনা করেন রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক এ এম সালাউদ্দিন ও রেলওয়ে এস্টেট অফিসার মো. নজরুল ইসলাম।

রেলওয়ে এস্টেট অফিসার মো. নজরুল ইসলাম জানান, ঘোড়াশাল টান রেলওয়ে স্টেশন থেকে নামা রেলওয়ে স্টেশন পর্যন্ত এবং ঘোড়াশাল বাজার এলাকায় রেলের প্রায় ৬ একর জমিতে গড়ে উঠা ৮২০টি দোকান ও স্থাপনা নির্মাণ করে অবৈধভাবে ব্যবসা করে আসছে স্থানীয় প্রভাবশালীরা। সেই অবৈধ স্থাপনাগুলো দুই দিনব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে। সম্পূর্ণ অভিযান শেষে পুরো জায়গাটিতে মাস্টার প্ল্যানের আওতায় নিয়ে আসা হবে এবং নিয়ম অনুযায়ী ইজারা দেওয়া হবে।

এদিকে অভিযানের বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা জানান, রেলওয়ে কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানে তারা সর্বশান্ত হয়ে পড়েছেন। বিকল্প ব্যবস্থা না করে এভাবে উচ্ছেদ করায় পরিবার নিয়ে পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না।

পূর্ববর্তি সংবাদআমু বললেন, ‘কোনো পরিবারে পাঁচ সন্তান থাকলে তার একটা কুলাঙ্গার হয়’
পরবর্তি সংবাদতুরস্কে রাষ্ট্রীয় উদ্যোগে চালু করা হলো ইসলামি ব্যাংকিং