আমু বললেন, ‘কোনো পরিবারে পাঁচ সন্তান থাকলে তার একটা কুলাঙ্গার হয়’

ইসলাম টাইমস ডেস্ক: কোনো পরিবারে পাঁচ সন্তান থাকলে তার একটা কুলাঙ্গার হয়। এই কুলাঙ্গার সন্তান পরিবারে বা সমাজের কোথাও মর্যাদা পায় না। এমন বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু।

আজ বুধবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘মুজিববর্ষ’ উপলক্ষে বিভিন্ন শ্রেণি ও পেশাজীবী নেতৃবৃন্দের সঙ্গে কেন্দ্রীয় ১৪ দলের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আমির হোসেন আমু।

রিএনপি-জামায়াতের সমালোচনা করে মতবিনিময় সভায় আমু আরও বলেন, আমরা সবাই বঙ্গবন্ধুর স্বাধীনতা-পূর্ব রাজনীতি নিয়ে আলোচনা করি। কিন্তু রাষ্ট্র পরিচালনায় একজন রাষ্ট্রনায়ক হিসেবে তিনি কেমন ছিলেন, শাসক হিসেবে বঙ্গবন্ধুর ভূমিকা কেমন ছিল তা নিয়ে আমরা আলোচনা করি না। আমির হোসেন আমু বলেন, ভারতের মহাত্মা গান্ধীর জন্মশতবার্ষিকীতে বিজেপি একটি চরম মৌলবাদী দল হয়েও বিস্তারিত কর্মসূচি পালন করেছে। অথচ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বিএনপি ও জামায়াতের কোনো কর্মসূচি নেই।

 

পূর্ববর্তি সংবাদসংসদে ‘ধর্ষককে ক্রসফায়ারে হত্যা’ আলোচনার তীব্র নিন্দা জানিয়েছে টিআইবি
পরবর্তি সংবাদঘোড়াশালে চার শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করল রেলওয়ে কর্তৃপক্ষ