হিন্দু সম্প্রদায়ের আন্দোলনের মুখে ভোটের তারিখ নিয়ে বিপাকে ইসি

ইসলাম টাইমস ডেস্ক : হিন্দু সম্প্রদায় সিটি নির্বাচনের জন্য ঘোষিত ৩০ জানুয়ারি ভোটের তারিখ পেছানোর দাবি তোলায় বিপাকে পড়েছে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন পেছানোর নির্দেশনা চেয়ে করা রিটের ওপর আদেশের জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেছে উচ্চ আদালত। একজন রিটার্নিং অফিসার ভোট পেছানোর সুপারিশ করলেও আগের দিন সরস্বতী পূজা এবং ভোটের পরের দিন শুক্রবার, একদিন পর এসএসসি পরীক্ষা থাকার কারণে তারিখ পেছাতেও পারছে না কমিশন। এই জটিল পরিস্থিতিতে আদালতের আদেশের ওপর নির্ভর করছে ইসি।

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাত সদস্যের প্রতিনিধিদল সোমবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ও চার কমিশনারের সঙ্গে দেড় ঘণ্টা বৈঠক করেও কোনো সমাধানে আসতে পারেনি। বৈঠক শেষে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেছেন, ইসির ভূমিকায় আমরা হতাশ। ৩০ জানুয়ারি ভোট হলে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতাকে ক্ষুণ্ন করবে এবং সনাতনী জনমনে ক্ষোভ-হতাশার সৃষ্টি করবে। নির্বাচনের তারিখ পরিবর্তন না হলে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তার দায় আমরা নেব না।

ঐক পরিষদের এসব দাবির বিষয়ে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, আমাদেরকে সরকারি ক্যালেন্ডার অনুসরণ করতে হবে। ক্যালেন্ডার অনুযায়ী ভোটের তারিখ ৩০ জানুয়ারি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এছাড়া সরস্বতী পূজার দিন ২৯ জানুয়ারি ঐচ্ছিক ছুটি। আর ৩১ জানুয়ারি শুক্রবার সরকারি ছুটি। আবার ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা। তাই সকল দিক বিবেচনায় নিয়েই ৩০ জানুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে।

গত ২২ ডিসেম্বর ঢাকার দুই সিটি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই ভোটের তারিখ পেছানোর দাবিতে পূজা উদ্যাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, হিন্দু পরিষদ, ঢাবির জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিহির লাল সাহা, ডাকসু, জগন্নাথ হলের শিক্ষার্থীরা ইসিতে এসে স্মারকলিপি ও বৈঠক করেন। তারা দুই সিটির রিটার্নিং অফিসারকেও চিঠি দেন। বিক্ষোভ-মানববন্ধন অব্যাহত রাখে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন। এর মধ্যে কোনো সুরাহা না পেয়ে ২৯ ও ৩০ জানুয়ারি সরস্বতী পূজা রয়েছে উল্লেখ করে গত ৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ ভোট পেছানোর জন্য রিট করেন।

 

পূর্ববর্তি সংবাদইউক্রেনের বিমান বিধ্বস্ত : ইরানের বিরুদ্ধে আদালতে যাচ্ছে ৫ দেশ
পরবর্তি সংবাদআমিরাতকে বন্দর, জাহাজ নির্মাণ, এবং আইসিটি খাতে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর