গুলি করে হত্যার ৪ দিন পর আরো এক লাশ ফেরত দিল বিএসএফ

বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেদুল ইসলাম। তিনি জানান, সাবুলের লাশ তার পরিবারের নিকট একই দিনে বিকেল ৩টায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার (১১ জানুয়ারি) ভোর রাতে পাড়িয়া সীমান্তের ৩৮৭-নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন সাবুল ইসলামসহ কয়েকজন।

এ সময় ভারতের বারোঘরিয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। সবাই পালিয়ে গেলেও সাবুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।

পূর্ববর্তি সংবাদসরকার-রাষ্ট্রপতি দু’জায়গাতেই বেগম জিয়ার সাজা কমানোর সুযোগ আছে: আইনমন্ত্রী
পরবর্তি সংবাদইরানের সাথে করা পরমাণু চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন