১০ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ইসলাম টাইমস ডেস্ক: শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

রোববার রাত ১০টা থেকে প্রায় ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

মাওয়া বিআইডব্লিউটিসির মহা ব্যবস্থাপক মো. শফিক আহম্মেদ জানান, কুয়াশার কারণে গেল মধ্যরাত থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ১০ঘণ্টা, ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বর্তমানে ১৪টি ফেরি দিয়ে পারাপার চলছে। ঘাট এলাকায় দুই শতাধিক ছোট-বড় যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

পূর্ববর্তি সংবাদকাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে আরও ৩ স্বাধীনতাকমী নিহত
পরবর্তি সংবাদক্যাসিনো কাণ্ডে আলোচিত দুই ভাই এনু-রূপন গ্রেফতার