বই পরিচিতি: হায়াতে শায়খ জামাল

হায়াতে শায়খ জামাল
সংকলক: হাফেয মাওলানা মুফতি আবদুল আজিজ
সম্পাদনা: হাফেয মাওলানা আনাস উদ্দীন
প্রকাশনায়: খানকায়ে মুহাম্মাদিয়া
বাইতুল হামদ একাডেমী, মাদানী রোড, ধোবাউড়া, ময়মনসিংহ
যোগাযোগ-ফোন: ০১৯৬৫-১৬৩৭৭৯

নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশের প্রখ্যাত ও প্রবীণ দাঈ আলেমেদ্বীন শায়খ মুফতি জামালুদ্দীন সাহেবের মেহনত, মুজাহাদা ও সাধনায় ভরপুর জীবনালোচনার গ্রন্থ এটি। শায়খুল হাদিস জামালুদ্দীন (দামাত বারাকাতুহুম) বর্তমানে নিউইয়র্ক শরিয়া বোর্ডের সম্মানিত চেয়ারম্যানের দায়িত্ব পালনের পাশাপাশি দেশে-বিদেশে বেশ কয়েকটি দ্বীনী শিক্ষার কেন্দ্র পরিচালনা করছেন।

সত্তর ছোঁয়া এই সাধক আলেমেদ্বীনের জীবনের সূচনা থেকে নিয়ে বর্তমান সময় পর্যন্ত কাজ ও খেদমতের বর্ণনায় সমৃদ্ধ এ ২০৮ পৃষ্ঠার গ্রন্থটিকে বিন্যাসের সুবিধার্থে ৭ টি অধ্যায়ে ভাগ করা হয়েছে। গ্রন্থটির সংকলক ও সম্পাদকের মনোযোগ ও শ্রমের স্বাক্ষর পাওয়া যায় বইটি পড়লে। বাংলাদেশের একজন বরেণ্য জীবিত আলেমেদ্বীনের ওপর লিখিত এ বইটির বিভিন্ন অধ্যায়ে রয়েছে দ্বীনের ওপর অবিচলতা, আল্লাহ নির্ভরতা ও ত্যাগের বহু শিক্ষণীয় ঘটনা ও আলোকপাত।
নভেম্বর ২০১৯-এ প্রকশিত গ্রন্থটির মূল্য: ২৮০ টাকা।

দ্বীনের ওপর চলার চেষ্টা ও প্রত্যয় গ্রহণ এবং একজন মেহনতী দাঈ আলেমেদ্বীনের জীবনের পথচলায় আগ্রহীরা বইটি পড়ে উপকৃত হতে পারেন সহজেই। বইটির সংকলক ও সম্পাদক সূত্রে জানা গেছে, দ্বিতীয় সংস্করণের সময় বইটিতে আরো সম্পাদনা ও পরিমার্জন করা হবে।

খসরু খান

পূর্ববর্তি সংবাদসাভারে ‘সন্ত্রাসী আস্তানা’ সন্দেহে একটি বাড়ি ‍ঘিরে রেখেছে পুলিশ
পরবর্তি সংবাদফৌজদারি মামলায় ড. ইউনূসকে তলব করেছে শ্রম আদালত