ঝড়ে বিধ্বস্ত বাড়িঘর, আমেরিকায় ৮ জনের মৃত্যু

ইসল্ম টাইমস ডেস্ক: দক্ষিণ আমেরিকায় কয়েক দফার প্রবল ঝড়ে বিধ্বস্ত পড়েছে বাড়িঘর ও গাড়ি। এতে আটজন নিহত হয়েছেন।

শনিবার (১১ জানুয়ারি) ঝড়গুলো আঘাত হানে।ঝড়ের সঙ্গে প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাতে আমেরিকার আলাবামা, লুসিয়ানা এবং টেক্সাস প্রদেশে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

ঝড় ও ভারি বৃষ্টিপাতের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে প্রায় হাজার খানেক মানুষ অন্ধকারে আছে। এছাড়া ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনেক বাড়ি-ঘর ও রাস্তা-ঘাট।

এর আগে শনিবার কয়েকটি টর্নেডো আঘাত হানতে পারে বলে সতর্ক করেছিল দেশটির আবহাওয়া অধিদফতর। এর মধ্যে আলাবামা প্রদেশ সবচেয়ে ঝুঁকিতে ছিল বলে জানায় তারা।

ঝড়ে আমেরিকার মধ্যপশ্চিমের কিছু অংশে প্রবল তুষারপাত হয়েছে। যার ফলে শিকাগোর দুটি বিমানবন্দরের প্রায় শ’খানেক ফ্লাইট বাতিল করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদগণভবন থেকে ইজতেমার মোনাজাতে অংশ নিলেন প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদহজ্বে গমনেচ্ছুদের জরুরিভিত্তিতে প্রাক-নিবন্ধনের আহ্বান