আলমী শূরার সাথীদের ইজতেমা: দ্বিতীয় দিনেও আসছেন প্রচুর বিদেশি মেহমান

ইসলাম টাইমস ডেস্ক: আলমী শূরার সাথীদের অধিনে এবারের ৫৫ তম বিশ্ব ইজতেমায় বিপুল পরিমাণ বিদেশ মেহমান উপস্থিত হয়েছেন। আজ দ্বিতীয় দিনেও প্রচুর পরিমান বিদেশি মেহমান আসছেন বলে জানা গেছে।

এয়ারপোর্ট এস্তেকবালের জিম্মাদার ওয়াসিফ সাহেব ইসলাম টাইমসকে বলেন, এ বছরের ইজতেমায় যোগ দিতে প্রচুর পরিমাণ বিদেশি মেহমান এরই মধ্যে উপস্থিত হয়েছেন। আজ দ্বিতীয় দিনেও বিদেশি মেহমানদের আগমনের ধারা অব্যাহত আছে।

সূত্র জানায়, ইতিমধ্যে ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মরক্কো, সৌদি আরব, তিউনিসিয়া সহ ইউরোপের অনেক দেশ থেকেও মেহমানরা ইজতেমায় শরিক হয়েছেন। আজও বিভিন্ন দেশ থেকে বিদেশি মেহমানদের আগমনের ধারা অব্যাহত আছে।

জানা গেছে ইতোমধ্যে প্রায় ৩০টি দেহের বিদেশি মেহমান মাঠে এসে ইপস্থিত হয়েছেন। আরও অনেক বিদেশি মুসুল্লি বাংলাদেশে এসে পৌঁছুবেন বলেও সূত্র নিশ্চিত করেছে।

এর আগে মেহমানদের এয়ারপোর্ট থেকে টঙ্গী পর্যন্ত বহন করে নিয়ে যাওয়ার জন্য প্রাইভেট গাড়ির যে ব্যবস্থা রাখা হয়েছিল তাতে সঙ্কুলান না হওয়ায় অতিরিক্ত বাস রিজার্ভ করতে হয়েছিল।

পূর্ববর্তি সংবাদপাকিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ১৫
পরবর্তি সংবাদদুর্নীতিবাজদের ছাই দিয়ে ধরবেন ডিএমপি কমিশনার