আগামীকাল সকাল দশটার মধ্যে বিশ্ব ইজতেমার মোনাজাত অনুষ্ঠিত হবে

 ইসলাম টাইমস প্রতিবেদন: কনকনে শীতের মধ্যে বিশ্ব ইজতেমারদ্বিতীয় দিনে তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বিদেরগুরুত্বপূর্ণ বয়ান ও নফল নামাজ, তাসবিহ তাহলিল চলছে৷

১০ জানুয়ারী শুক্রবার সকালে তাবলীগ জামাতের মুরুব্বীদের আম বয়ানের মধ্যে দিয়ে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম দিন অতিবাহিত হয়েছে।

১২ জানুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মাধ্যমে ২০২০ সালের বিশ্ব ইজতেমার ৫৫তম আসর শেষ হবে। আগামীকাল রবিবার সকাল সোয়া সাতটায় মাওলানা রবিউল হকের হেদায়েতী বয়ান হবে। এবং দশটার মধ্যে মোনাজাতের মাধ্যমে এবারের বিশ্ব ইজতেমা শেষ হবে।

দোয়া পরিচালনা করবেন, মাওলানা যুবায়ের। ইসলাম টাইমসকে এসব তথ্য নিশ্চিত করেছেন নামাজের মিম্বারের জিম্মাদার মুফতি সোহাইল।

পূর্ববর্তি সংবাদভারত সফরে যাচ্ছেন না পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম
পরবর্তি সংবাদদেশে প্রকৃত অর্থে গণতন্ত্র নাই: ড. কামাল