এয়ারপোর্ট থেকে জয়দেবপুর পর্যন্ত মাইকের ব্যবস্থা, মুসুল্লিদের নিরাপদ খালি জায়গায় অবস্থানের আহ্বান

ইসলাম টাইমস ডেস্ক: ৫৫ তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিক পর্ব আজ ১০ জানুয়ারি ফজরের পরের আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে। তবে টঙ্গী ময়দানে আগত মুসুল্লিদের স্থান সঙ্কুলান না হওয়ায় রাস্তায় মাইকের ব্যবস্থা করা হয়েছে। দূর-দূরান্ত থেকে আগত মুসুল্লিদের মাঠে জায়গা না পেলে ভিড়ের কারণে ফিরে না গিয়ে আশেপাশের নিরাপদ খালি জায়গা এবং মসজিদে অবস্থান করতে আহ্বান করা হচ্ছে।

ইসলাম টাইমসের ইজতেমা মাঠ প্রতিনিধি জানিয়েছেন, এয়ারপোর্ট থেকে জয়দবপুর চৌরাস্তা পর্যন্ত কয়েকশো অতিরিক্ত মাইকের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: আম বয়ানের মাধ্যমে শুরু হল ৫৫ তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিক পর্ব

সূত্রে জানা গেছে, গতকাল রাতে আলমী শূরার পরামর্শ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগত মুসুল্লিরা উত্তরা ১০ এবং ১১ নাম্বার সেক্টরের দিকের যেকোনো মসজিদে অবস্থান করতে পারবেন। সেখানে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হবে এবং সাথীদের জন্য পর্যাপ্ত পরিমাণ মোবাইল টয়লেটের ব্যবস্থা করা হবে।

গাজীপুরের সিটি মেয়র এবং বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী আগত মুসুল্লিদের ব্যবস্থাপনা ও নিরাপত্তার ব্যাপারে আশ্বাস দিয়েছেন

পূর্ববর্তি সংবাদআম বয়ানের মাধ্যমে শুরু হল ৫৫ তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিক পর্ব
পরবর্তি সংবাদবঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা