রাস্তায় লাগানো হচ্ছে মাইক, ভিড়ের কারণে আগত মুসুল্লিদের ফিরে না যাওয়ার আহ্বান

ইমলাম টাইমস ডেস্ক: কাল থেকে শুরু হবে ৫৫ তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিক পর্ব। তবে এরই মধ্যে ময়দান কানায় কানায় ভরে গেছে। মাঠে তিল ধারনের স্থান নেই। সারা দেশ মুসুল্লিরা আসছেই। আসছেন বিদেশি মেহমানও।

আগত মুসুল্লিদের কথা বিবেচনা করে রাস্তায়ও মাইকের ব্যবস্থা করা হচ্ছে। মাঠের আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোও খালি করে দেওয়া হচ্ছে মুসুল্লিদের অবস্থানের সুবিধার্থে। তাই কাউকে ফিরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে তাবলিগের মুরুব্বীদের পক্ষ থেকে।

সরিজমিনে জানা গেছে এবারের ইজতেমায় রেকর্ড সংখ্যক লোক জমায়েত হয়েছেন।

এদিকে প্রতিবছরের তুলনায় এ বছর ১৭ টি খিত্তা বাড়ানো হয়েছিল। তবুও মাঠে জায়গা হচ্ছে না। তাবলিগের মুরুব্বীদের পক্ষ থেকে আহ্বান করা হচ্ছে সবরের সাথে দুইদিন কাটাতে। প্রত্যেকেই অন্যকে প্রাধান্য দিয়ে সুযোগ করে দিতে এবং ইজতেমার পূর্ণ কামিয়াবির জন্য বেশি বেশি দোয়া করতে।

পূর্ববর্তি সংবাদসরকারের ‘জিরো টলারেন্স’ নীতি ব্যাপক সাফল্য পেয়েছে : রাষ্ট্রপতি
পরবর্তি সংবাদআল্লামা আযহার আলী আনোয়ার শাহ: হাসপাতালের বেডে তাঁকে যেমন দেখে এলাম