ইরানি হামলায় আহত মার্কিন সেনারা ইসরাইলে চিকিৎসা নিচ্ছে!

ইসলাম টাইমস ডেস্ক: গতকাল বুধবার ইরাকে অবস্থিত দু’টি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় আহত মার্কিন সেনারা ইসরাইলে চিকিৎসা নিচ্ছে। তেহরান ভিত্তিক একটি সংবাদমাধ্যম সূত্রে এ খবর জানা গেছে।

গতকাল বুধবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল-আসাদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ওই হামলায় অন্তত ৮০ জন মার্কিন সেনা নিহত ও দুই শতাধিক সেনা আহত হয়েছে বলে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে বুধবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে ট্রাম্প দাবি করেন, কোনো মার্কিন সেনা ওই হামলায় হতাহত হননি।

এদিকে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইরাকে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আইন আল-আসাদের রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

পূর্ববর্তি সংবাদহযরতজী ইউসুফ রহ. : তাবলীগী জামাতসমূহের প্রতি বিদায়ী হেদায়েত
পরবর্তি সংবাদশোকজের জবাবে আতিক বললেন, ‘ক্যাম্প উদ্বোধন নয় বরং মিলাদে যোগ দিয়েছিলাম’