বাংলাদেশ হিফজ মাদরাসা শিক্ষা বোর্ডের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ হিফজ মাদরাসা শিক্ষা বোর্ড আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২০ এর চূড়ান্ত পর্ব আজ আট জানুয়ারি বুধবার বাদ আসর যাত্রাবাড়ীর তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

আট বিভাগীয় বাছাইপর্বের পর চল্লিশ জন প্রতিযোগীকে নিয়ে চূড়ান্ত পর্বের আয়োজন করে বাংলাদেশ হিফজ মাদরাসা শিক্ষা বোর্ড।

মাসব্যাপী এ আয়োজনে সারাদেশের প্রায় এক হাজার প্রতিযোগী অংশগ্রহণ করে। এতে প্রধান বিচারক ছিলেন বাংলাদেশ হিফজ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলহাজ হাফেজ কারী নাজমুল হাসান। বিদেশি বিচারক হিসেবে ছিলেন বসনিয়ার প্রসিদ্ধ কারী শেখ আব্দুল আজিজ ও ইয়েমেনের কারী শেখ বাকার রাজ্জাজ।

পুরস্কার বিতরণের শুরুতে কুরআন তিলাওয়াত করেন শায়খ কারী সাঈদ গান্দুম তূসি। বাংলাদেশে বিদেশি বিচারক দিয়ে এটা প্রথমবারের মত আয়োজন। শেষে মোট চল্লিশ জনকে পুরস্কৃত করা হয় । প্রথম তিন জনকে ফ্রিজ, চতুর্থ ও পঞ্চম জনকে ওয়াশিং মেশিন, বাকি পঁয়ত্রিশ জনকে নগদ দুই হাজার টাকা প্রদান করা হয় ।

পূর্ববর্তি সংবাদনির্বাচনি প্রচারণায় বিএনপি মহা সুযোগ পাচ্ছে, আ. লীগের মুখে কুলুপ : এইচ টি ইমাম
পরবর্তি সংবাদপূর্ণরূপে নিজেকে সমর্পণ ছাড়া ঈমান পূর্ণতা  পায় না