কারাকর্তৃপক্ষের নিপীড়নের প্রতিবাদে পরিবারের সঙ্গে সাক্ষাত করলেন না সালমান আওদা

ইসলাম টাইমস ডেস্ক :  কারাঅন্তরীণ সৌদির বিশিষ্ট আলেম সালমান আওদা তার পরিবারের সাথে সাক্ষাত করতে অস্বীকার করেছেন। কারাকর্তৃপক্ষের নিপীড়নমূলক পদক্ষেপের প্রতিবাদস্বরূপ তিনি  সাক্ষাত প্রত্যাখান করেন বলে জানিয়েছে লন্ডনভিত্তিক পত্রিকা মিডল ইস্ট মনিটর।

সাম্প্রতিক এক শুনানিতে তাকে আত্মপক্ষ সমর্থনের  সুযোগ দেওয়া হয়নি বলে এক সূত্রে জানা গেছে।

সালমান আওদার ছেলে আবদুল্লাহকে উদধৃত করে সূত্র জানায়, সালমান আওদার পরিবারকে সোমবার সালমান আওদার সঙ্গে দেখা করতে দেয়া হয়নি।

২৭ নভেম্বর, সৌদি অপরাধ আদালত সালমান আওদার বিচার ৩০ জানুয়ারী পর্যন্ত মুলতবি করে দেয়।

উল্লেখ্য, ২০১৭ সালে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে তাকে গ্রেফতার করা হয়। সৌদি প্রিন্স মুহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর অনেক শিক্ষাবিদ, গবেষক ও স্কলার এমনকি ইমামদেরও গ্রেফতার করা হয়।

পূর্ববর্তি সংবাদবাংলাদেশী গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ
পরবর্তি সংবাদজেনে নিন ইজতেমায় কোন জেলার মুসল্লি কোথায় থাকবেন