দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে অনশন ভাঙ্গলেন পাটকল শ্রমিকরা

ইসলাম টাইমস ডেস্ক: ১১ দফা দাবিতে আন্দোলনরত পাটকল শ্রমিকরা আমরণ অনশনসহ অন্যান্য আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন। বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ, নন-সিবিএ সংগ্রাম পরিষদের আহ্বায়ক সরদার আব্দুল হামিদ গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

বৃহস্পতিবার রাতে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে পাটকল শ্রমিকদের বৈঠকের পর এ ঘোষণা দেয়া হয়।

তিনি বলেন, পে-স্লিপ পাওয়ার আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়েছে। যদি পে-স্লিপ না পাই, তাহলে ১৭ তারিখ থেকে আবারও কর্মসূচি চলবে। পাটমন্ত্রী আমাদের জানিয়েছেন ১৬ জানুয়ারি থেকে জাতীয় মজুরি স্কেল ২০১৫ কার্যকর হবে।

এর আগে আগামী ১৫ দিনের মধ্যে পাটকল শ্রমিকদের নতুন মজুরি কাঠামো অনুযায়ী বকেয়া বেতন ভাতা পরিশোধ করা হবে বলে ঘোষণা দিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বৃহস্পতিবার রাতে পাটকল শ্রমিকদের সঙ্গে বৈঠকে মন্ত্রী এ ঘোষণা দেন।

প্রসঙ্গত, বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে সারা দেশে গত ২৩ নভেম্বর থেকে সভা, বিক্ষোভ মিছিল, ধর্মঘট ও অনশন করে আসছেন রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা।

পূর্ববর্তি সংবাদআজ থেকে শুরু ঐতিহ্যবাহী শর্শদি মাদ্রাসার ২দিনব্যাপী মাহফিল
পরবর্তি সংবাদযুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানি কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেইমানি নিহত