অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল: মৃতের সংখ্যা বেড়ে ১৮

ইসলাম টাইমস ডেস্ক: অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে গত তিন দিনে মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। তাছাড়া নিখোঁজ রয়েছেন আরও ২০ জন।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ভিক্টোরিয়ার উপকূলের দিকে ধেয়ে আসছে দাবানল। ভয়াবহ এই দুর্যোগ থেকে বাঁচতে সাগরের দিকে ছুটছে মানুষ।

ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানায়, গত কয়েক দিনের চেয়ে বুধবার (১ জানুয়ারি) দাবানলের ভয়াবহতা কিছুটা কমলেও মৃতের সংখ্যা এখনো বাড়ছেই। অক্টোবর থেকে এ পর্যন্ত দেশটিতে দাবানলে মৃতের সংখ্যা ২৬ জনে পৌঁছেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে প্রবাসী বাংলাদেশী তৌফিকুদ্দীন ইসলাম টাইমসকে জানান, দাবানল এ বছর ভয়াবহ রূপ ধারণ করেছে। দাবানলে বিভিন্ন জায়গায় ১৮ জনের অধিক মারা যাওয়ার খবর পাওয়া গেছে। প্রায় ১২ শত ঘরবাড়ি দাবানলে পুড়ে গেছে। এছাড়া মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এবার দাবানলের তীব্রতা অনেক বেশি।

এদিকে দাবানলের কারণে ভিক্টোরিয়ার একটি প্রধান সড়ক দীর্ঘদিন বন্ধ রাখা হয়েছিল। বুধবার সেটিকে খোলা হলেও ২ ঘণ্টা পর তা পুনরায় বন্ধ করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

পূর্ববর্তি সংবাদছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পুনর্মিলনী অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি শোভন-রব্বানী
পরবর্তি সংবাদইদলিবের একটি স্কুলে আসাদ বাহিনীর রকেট হামলা, চার শিশু শিক্ষার্থীসহ নিহত ৮