বরগুনায় ‘থার্টি ফাস্টে’ পুড়ল ২০ ব্যবসা প্রতিষ্ঠান, কারণ অজ্ঞাত

ইসলাম টাইমস ডেস্ক :  বরগুনার পাথরঘাটা উপজেলায় থার্টি ফাস্টে নাইটে আগুনে ২০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কাঠালতলী ইউনিয়নের তালুক চরদুয়ানী বাজারে এ ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাতের বিষয় কেউ কিছু বলতে পারেনি।

ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মো. সিদ্দিকুর রহমান জানান, আগুনে প্রায় ২০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। তবে ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ১২ দোকান সম্পূর্ণ পুড়ে গেছে, আর ৮টি আংশিক পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শী মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদার বলেন, পেট্রোল ও গ্যাসসহ ২০টির অধিক দোকান ঘর পুড়ে গেছে। একমাত্র আয়ের পথ দোকান হারিয়ে অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়ে পড়েছে।

পূর্ববর্তি সংবাদহঠাৎ ঘুমভাঙ্গা থার্টি ফাস্ট
পরবর্তি সংবাদ‘আযাদি’ স্লোগানের মধ্য দিয়ে নববর্ষ বরণ দিল্লীবাসীর