৭ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের রেল যোগাযোগ শুরু

ইসলাম টাইমস ডেস্ক: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় শশীদল রেলওয়ে স্টেশনে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় সাত ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটসহ অন্যান্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ রোববার সকাল ৯টা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে স্টেশনের ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী লিয়াকত আলী।

জানা যায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলওয়ে স্টেশনের প্রবেশমুখে নোয়াখালী থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস মেইল ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে চট্টগ্রাম-সিলেট ও চট্টগাম-ঢাকা রুটে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

সকালে লাকসাম জংশন থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শেষ করে। পরে সকাল ৯টার দিকে ট্রেন চলাচল ফের শুরু হয়।

পূর্ববর্তি সংবাদমার্চে ঢাকায় আসছেন মোদি
পরবর্তি সংবাদএবার ভারত ইস্যুতে পাকিস্তানে ওআইসির বৈঠক ডাকল সৌদি