এবার ভারত ইস্যুতে পাকিস্তানে ওআইসির বৈঠক ডাকল সৌদি

ইসলাম টাইমস ডেস্ক: ভূস্বর্গ খ্যাত জম্মু-কাশ্মীরের মর্যাদা বাতিল ও ভারতীয় মুসলিমদের উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি এক বৈঠক ডেকেছে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)।

আগামী বছরের এপ্রিলে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে পাক গণমাধ্যম ‘এক্সপ্রেস ট্রিবিউন উর্দু’ ও ‘পাকিস্তান টুডে’।

সূত্রের বরাতে গণমাধ্যমগুলো জানায়, গত ২৬ ডিসেম্বর যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের মাধ্যমে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে নিজের এ সিদ্ধান্তটি জানিয়েছেন।

আসন্ন বৈঠকটিতে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইন্দোনেশিয়া, কাতারসহ অন্যান্য মুসলিম দেশও অংশ নেবে বলে আশা করছে পাকিস্তান।

ওআইসির এ বৈঠককে নিজেদের কূটনীতিক বিজয় হিসেবে দেখছে পাকিস্তান। কেননা সেখানেই ভারতের কাশ্মীরসহ বিতর্কিত নাগরিকত্ব আইন পাশের পর দেশটিতে মুসলিমদের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

বিশ্লেষকদের মতে, মালয়েশিয়ায় সদ্য সমাপ্ত ‘কুয়ালালামপুর সামিটের’ পর ওআইসির এ বিশেষ বৈঠকটির আয়োজন করা হচ্ছে।

উল্লেখ্য, সৌদি প্রশাসনের চাপে পাক প্রধানমন্ত্রী ইমরান খান মালয়েশিয়ায় অনুষ্ঠেয় সেই সম্মেলনটিতে অংশ নেননি বলে দাবি করছে সংশ্লিষ্টরা। কেননা রিয়াদ শুরু থেকেই ‘কুয়ালালামপুর সামিটকে’ ভালোভাবে গ্রহণ করেনি। তাছাড়া এই সামিটের মাধ্যমে মুসলিম বিশ্বে নিজেদের প্রভাব আরও হ্রাস পাবে বলে আশঙ্কা করছে সৌদি আরব।

পূর্ববর্তি সংবাদ৭ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের রেল যোগাযোগ শুরু
পরবর্তি সংবাদঢাকায় বিএনপির মেয়র প্রার্থী উত্তরে তাবিথ, দক্ষিণে ইশরাক