সিরিয়ায় দুই সপ্তাহেই বাড়ি-ঘর ছেড়েছে দুই লাখের বেশি বাসিন্দা: জাতিসংঘ

ইসলাম টাইমস ডেস্ক: জাতিসংঘ জানিয়েছে, সিরিয়ায় গত দুই সপ্তাহেই দুই লাখ ৩৫ হাজার বাসিন্দা বাড়ি-ঘর ছেড়েছে। ইদলিব প্রদেশের উত্তর-পশ্চিম সিরিয়া থেকে এসব বাসিন্দা পালিয়ে গেছে।

সেখানে হামলা ও সংঘাত বাড়ায় বাসিন্দারা পালিয়ে যাচ্ছে বলে সংস্থাটি জানায়। ৩০ লাখ মানুষের ইদলিব প্রদেশে রাশিয়ার সহযোগিতায় সিরিয়ার সেনাবাহিনী হামলা অব্যাহত রেখেছে।

১২ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে পালিয়ে গেছে। গত বৃহস্পতিবার জাতিসংঘ এই সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করে। -সিএনএন

পূর্ববর্তি সংবাদভারতে বৈষম্যের শিকার ৩ হাজারেরও বেশি দলিতের ইসলাম গ্রহণ
পরবর্তি সংবাদপ্রাইভেটকারে লরির ধাক্কা, ২ মেয়েসহ ব্যাংক কর্মকর্তা নিহত