জাতীয় নির্বাচনে যা হয়েছে সিটি নির্বাচনেও তাই হবে : গয়েশ্বর

ইসলাম টাইমস ডেস্ক: নির্বাচন কমিশনের প্রতি দেশের মানুষের আস্থা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, জাতীয় নির্বাচনে যা হয়েছে সিটি নির্বাচনেও তাই হবে। জনগণের এখন আর নির্বাচনে কোনো আগ্রহ নেই। আর জনগণের মধ্যে যদি আগ্রহ না থাকে তাহলে সেটি কোনো নির্বাচন নয়।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নির্বাচন নিয়ে তিনি বলেন, আমরা এই নির্বাচনে কী আশা করছি? আমরা অতীতে যা দেখছি, তার প্রতিচ্ছবি দেখব। যেখানে নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে, উৎসাহ-উদ্দীপনা নিয়ে জনগণ ভোট দেবে, সেটা আশা করা যাচ্ছে না।

সাংবাদিকদের গয়েশ্বর বলেন, নির্বাচনে গেলেও সমালোচনা হয়, না গেলেও সমালোচনা হয়। সে কারণে সবাই প্রত্যক্ষ করেন এই নির্বাচন কমিশনের শেষ পর্যন্ত। আপনাদের মনতুষ্টির জন্য নির্বাচনে যাচ্ছি। আমরা না গেলেও আপনারা অনেক কথা বলবেন।

 

পূর্ববর্তি সংবাদশুক্রবারে ভারতজুড়েই বাড়তি সতর্কতা, দিল্লিতে কারফিউ, উত্তর প্রদেশে বন্ধ ইন্টারনেট
পরবর্তি সংবাদএবার সৌদিতেও নিষিদ্ধ হল ১৮ বছরের কম বয়সে বিয়ে