লিবিয়ায় সেনা পাঠানোর ঘোষণা দিলেন এরদোগান

ইসলাম টাইমস ডেস্ক: লিবিয়া সরকারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে দেশটিতে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

বৃহস্পতিবার আঙ্কারায় নিজ দল ক্ষমতাসীন একে পার্টির এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। খবর আনাদোলু এজেন্সি

এরদোগান বলেন, লিবিয়ার পক্ষ থেকে দেশটিতে সেনা মোতায়েনের জন্য তুরস্কের প্রতি অনুরোধ জানানো হয়েছে। আঙ্কারা সে অনুরোধ গ্রহণ করবে। আগামী জানুয়ারিতে তুরস্কের পার্লামেন্ট অধিবেশন শুরু হবে। এ সময় সেখানে লিবিয়ার আহ্বানে সাড়া দিয়ে দেশটিতে সেনা মোতায়েনের বিষয়ে বিল তোলা হবে।

এরদোগান বলেন, অভ্যুত্থানকামী জেনারেলের (বিদ্রোহী নেতা খলিফা হাফতার) বিরুদ্ধে আমরা লিবিয়া সরকারকে সব ধরনের সমর্থন দেবো। বিভিন্ন ইউরোপীয় ও আরব দেশ এই জেনারেলকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে।

পূর্ববর্তি সংবাদ‘অগ্নিসংযোগ, হিংসা’ নিয়ে এবার মুখ খুললেন ভারতের সেনাপ্রধান, তীব্র প্রতিক্রিয়া রাজনীতিকদের
পরবর্তি সংবাদঘন কুয়াশার কারণে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১