বিএসএফের গুলিতে আহত তিন বাংলাদেশির মধ্যে একজনের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে আহত তিন বাংলাদেশি যুবকের মধ্যে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজধানী ঢাকার একটি হাসপাতালে বুধবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মনাকষা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য হাবিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত যুবকের নাম আনোয়ার (২৬)। তিনি উপজেলার চিল্লাহিপাড়া গ্রামের সাইদুলের ছেলে।

শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে শনিবার (২১ ডিসেম্বর) ভোররাতে বিএসএফের গুলিতে যুবক আনোয়ারসহ তিনজন আহত হন। অন্য দুইজন হলেন- উপজেলার মনাকষা ইউনিয়নের পন্ডিতপাড়া গ্রামের কালামের ছেলে লিটন (২৫) ও একই এলাকার মড়লপাড়া গ্রামের কালুর ছেলে রাজু (২৩)।

আনোয়ারের চাচা মতিআলী জানান, আনোয়ার এক সপ্তাহে আগে বাড়ির কাউকে না জানিয়ে ভারতে যায়। শনিবার বাড়ি ফেরার পথে মাসুদপুর সীমান্তে আনোয়ারসহ তিনজন বিএসএফের গুলিতে আহত হন। তাদের উদ্ধার করে বাড়ি আনা হয়। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যার দিকে আনোয়ারের মৃত্যু হয়।

পূর্ববর্তি সংবাদশীতে কাঁপছে তেঁতুলিয়া, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৭ ডিগ্রি
পরবর্তি সংবাদইসি মাহবুবের কথাগুলো সমীচীন হয়নি: তথ্যমন্ত্রী