জামালপুরে ট্রেন চলাচল স্বাভাবিক

ইসলাম টাইমস ডেস্ক : বগি লাইনচ্যুত হয়ে ৬ ঘণ্টা বন্ধ  থাকার পর জামালপুরের সাথে সরিষাবাড়ীর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। লাইনচ্যুত বগি সরিয়ে নিলে সকাল ৬টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে বুধবার রাত সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতু পূর্বগামী জিএম লোকাল ট্রেন জামালপুর স্টেশনের অদূরে পশ্চিম ফুলবাড়িয়া এলাকায় একটি বগি লাইনচ্যুত হয়। এতে করে জামালপুরের সাথে সরিষাবাড়ীর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে জামালপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার মো. শাহাবুদ্দিন জানান, বুধবার দিবাগত রাত ১২টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতু-পূর্বগামী জিএম লোকাল ট্রেনটি। জামালপুর স্টেশনের অদূরে পশ্চিম ফুলবাড়িয়া এলাকায় এলে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। ৬ ঘণ্টা পর রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি সরিয়ে নিলে জামালপুরের সাথে সরিষাবাড়ীর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

পূর্ববর্তি সংবাদবিজেপি-টুপি মাথায় ভারতের শিশুরা কী শিখছে?
পরবর্তি সংবাদউত্তপ্ত কাশ্মীর সীমান্ত, পাক সেনার গুলিতে নিহত ভারতীয় জওয়ান