আল-আকসায় মুসল্লিদের ওপর আবারও হামলা, ৫ ফিলিস্তিনি নারীকে গ্রেপ্তার করল ইসরাইল

ইসলাম টাইমস ডেস্ক: আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর আবারও নির্মমভাবে হামলা চালিয়ে ৫ জন ফিলিস্তিনি নারীকে গ্রেপ্তার করেছে ইহুদিবাদী ইসরাইলি সেনারা। খবর বার্তা সংস্থা ইকনা-র।

জানা যায়, গত ২৩ ডিসেম্বর শতাধিক ইহুদি আল আকসা মসজিদে হামলা চালিয়েছে। এসময় মুসল্লি ও রক্ষীদের উপর হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইলি সেনারা।

যায়নবাদী সেনারা আল-আকসা মসজিদে হামলার সময় বাব আল-রহমা (আল-আকসা মসজিদের একটি দরজা)-এর সামনে থেকে চার ফিলিস্তিনি নারীকে গ্রেপ্তার করেছে।

এই চারজন নারীকে জিজ্ঞাসাবাদের জন্য জেরুজালেমে যায়নিস্ট পুলিশ সদর দফতরে স্থানান্তর করা হয়েছে।

সোমবার কমপক্ষে ২৪০ জন ইহুদি কঠোর নিরাপত্তার মধ্যে আল-আকসায় মসজিদে হামলা চালিয়ে মসজিদের আশেপাশের এলাকায় তাদের তালমুদি অনুষ্ঠান করেছে।

পূর্ববর্তি সংবাদভারতের এনআরসিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে প্রতিবেশী বাংলাদেশ: ফখরুল
পরবর্তি সংবাদআলেম আর আওয়ামের মাঝে বিচ্ছিন্নতা তৈরির চেষ্টা চলছে: রেঙ্গার সম্মেলনে মাওলানা আব্দুল মালেক