আলিগড় বিশ্ববিদ্যালয়ে ‘লাগামহীনভাবে’ মানবাধিকার লঙ্ঘন করেছে পুলিশ : তদন্তকারী দল

ইসলাম টাইমস ডেস্ক : ভারতের আলিগড় বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ছাত্র বিক্ষোভের সময় উত্তর প্রদেশ রাজ্যের পুলিশ ‘লাগামহীনভাবে’ মানবাধিকার লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে একটি স্বাধীন তদন্তকারী দল।

ভারতের নাগরিকত্ব আইন সংশোধনের বিরুদ্ধে ছাত্র বিক্ষোভের সময় ওই বিশ্ববিদ্যালয়ে যে সহিংসতা ঘটে, সেসময় পুলিশের বিরুদ্ধে ‘বর্বর আচরণ’ করার অভিযোগ করে এই দলটি – যাতে ছিলেন আইনজীবী, মানবাধিকার কর্মী এবং শিক্ষাবিদরা।

ফ্যাক্ট ফাইন্ডিং টিমটি জানিয়েছে , ছাত্রদের ব্যাপক মারধর করার সময়ে পুলিশের মুখে ‘জয় শ্রীরাম’ ধ্বনি শোনা গেছে, ছাত্রদের ওপরে ব্যবহার করা হয়েছে ‘স্টান গ্রেনেড’ – যা সাধারণত সন্ত্রাসী হামলার সময়ে করা হয়ে থাকে থাকে। একজন ছাত্রের হাত কেটে বাদও দিতে হয়েছে।

তবে পুলিশ বলছে, ছাত্ররাই প্রথমে নিরাপত্তা বাহিনীকে আক্রমণ করেছিল এবং তারা ন্যূনতম শক্তি প্রয়োগ করেছে শুধু আত্মরক্ষার স্বার্থে।

সবশেষ খবরে জানা যায়, ভারতের রাজধানী দিল্লিসহ বিভিন্ন স্থানে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ বুধবারও অব্যাহত ছিল।

 

 

পূর্ববর্তি সংবাদপাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি আটক
পরবর্তি সংবাদথাইল্যান্ডে সেনার বিরুদ্ধে মুসলমানদের গুলি করে হত্যার অভিযোগ