৩ সপ্তাহ পর বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

ইসলাম টাইমস ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির লাশ ২১ দিন পর ফেরত দিল বিএসএফ। বিএসএফের গুলিতে নিহত ওই ব্যক্তির নাম আব্দুর রহিম (৫০)। সে উপজেলার বাউলী গ্রামের কাশেম আলীর ছেলে।

রবিবার রাত পৌনে ১০ টার দিকে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠকের পর লাশ ফেরত দেওয়া হয়।

বিজিবির মহেশপুরের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের এক প্রেস ব্রিফিং এ জানানো হয়, ৩ নভেম্বর ভোরে সীমান্ত পেরিয়ে ভারত থেকে গরু আনতে গিয়ে নারায়নপুর বিএসএফ ক্যাম্পের আওতাধীন খয়রামারি নারায়নপুর মাঠে বিএসএফের গুলিতে আব্দুর রহিম নিহত হন।

এরপর ধানতলা থানা পুলিশ লাশ নিয়ে যায়। এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। এতদিন লাশ ভারতীয় পুলিশের হেফাজতে ছিল। এরপর আজ(রবিবার) লাশ ফেরত দেয় বিএসএফ।

লাশ ফেরত দেওয়ার পর নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

পূর্ববর্তি সংবাদসিসিটিভি ফুটেজ দেখে ডাকসুতে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদআগামীকাল হালকা বৃষ্টি হলেও বাড়তে পারে তাপমাত্রা